স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরন করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। গতকাল বেলা ১১টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রকৃতি ও জীবন স্বাস্থ্য সেবা কেন্দ্রের সহযোগিতায় এসব খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগ সাধারন সম্পাদক আলহাজ্ব মো: নজরুল ইসলাম, উপদেষ্টা সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা: সুশান্ত ঘোষ, সাবেক অধ্যক্ষ প্রফেসর ড: দিলারা বেগম, সাবেক অধ্যাপক পবিত্র মোহন দাশ, পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেজুতি, সাপ্তাহিক সূর্যের আলোর সম্পাদক আব্দুল ওয়ারেশ খান চৌধুরী, আলীনূর খান বাবলু, উদীসীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, জ্যোস্না দত্ত, কবি সম তুহিন, শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক মোশফিকুর রহমান মিল্টন। এড. মুনীরুদ্দীন, এম জিলুর রহমান, আহসানুর রহমান রাজীব, আব্দুস সামাদ, শেখ তানজীর আহমেদ প্রমুখ। এর পূর্বে স্বাগত বক্তব্য রাখেন পত্রদূতের উপদেষ্টা সম্পাদক আবুল কালাম আজাদ।