স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরার সুইড খাতিমুন্নেসা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে নতুন পোশাক বিতরণ করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অনন্ন্যা। তিনি শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ ডাঃ আবুল কালাম বাবলা, শহর সমাজসেবা অফিসার মোঃ মিজানুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা নাজমা আক্তার, সহকারী শিক্ষিকা রুমা রাণী বরকন্দাজ। উল্লেখ্য বিদ্যালয়ের দাতা সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোস্তফা কামাল লস্করের আর্থিক সহযোগিতায় প্রতি বছরের ন্যায় এ বার ও বিদ্যালয়ের ৮৮ জন বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে নতুন ঈদের নতুন পোশাক বিতরন করা হয়।ঈদের নতুন পোশাক পেয়ে তাদের মন আনন্দে ভরে ওঠে। এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।