স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। গতকাল সকাল ১০টায় বিদ্যালয় কক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা ডিডি সন্তোষ কুমার নাথ, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক নাজমা আক্তার, রুমা রানী বরকন্দাজ, মফিজুল ইসলাম, সভায় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এর পূর্বে বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পস্তাবক অর্পন করেন।