স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারাবন্দী দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের আয়োজনে গতকাল রাতে জেলা মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের কার্যালয় জেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, জেলা জাতীয় শ্রমিকলীগের আহবায়ক আব্দুলাহ সরদার, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম লান্টু, জেলা ছাত্রলীগের সভাপতি এসএম আশিকুর রহমান, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, যুব নেতা বাপ্পি, শ্রমিক নেতা শফিকুল ইসলাম, গাউস হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করে যুবনেতা হাসান ইমাম।