স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা যুবলীগের উদ্যোগে গতকাল বিকালে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা যুবলীগের আহ্বায়ক মোঃ মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আলীগের সাধাঃ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম সাধাঃ সম্পাদক আসাদুজ্জামান বাবু, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতি, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা আলীগের নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী এস এম শওকত হোসেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এস এম মারুফ তানভীর হোসাইন সুজন, সিনিয়র সদস্য সৈয়দ মহিউদ্দীন হাসেমী তপু, জাহিদ হাসান, যুব নেতা ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, রেজাউল ইসলাম, আল আমিন, প্রভাষক মঈনুল ইসলাম, এসময় সদর উপজেলার ১৪ টি ইউনিয়ন যুবলীগের ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে যুবলীগের সকল পর্যায়ের সদস্যবৃন্দ। এর পূর্বে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।