মীর আবু বকরঃ সাতক্ষীরায় প্রবীণ আবাসন কেন্দ্র বৃদ্ধাশ্রম নতুন ভবন উদ্বোধন করা হয়েছে। নবীনদের উদ্যোগে প্রবীনদের সুরক্ষা এই প্রতিপাদকে সামনে নিয়ে গতকাল সকাল সাড়ে ১০ টায় শহরের মেহেদীবাগ প্রবীণ আবাসন কেন্দ্রে নিজস্ব ভবন চত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা আরা সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধাঃ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। তিনি বলেন, সাতক্ষীরায় তোমন কোন আবাসন কেন্দ্রে নাই। তবে আরা সংস্থা যেটা করেছেন সেটা সম্পূর্ণ ব্যতিক্রম। বাড়ি থেকে চলে আসা বৃদ্ধ পিতা মাতাকে এখানে আশ্রয় দিয়ে খাওয়া, পোশাক, ঔষধ প্রদান সহ সকল সুবিধা প্রদান করা হয়। পরবর্তীতে সন্তানদের বুঝিয়ে সঠিক পথে এনে বাড়ি পাঠানোর চেষ্টা করা হয়। সমাজে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। সকল ধর্মের প্রতি আমরা অত্যন্ত দুর্বল এইজন্য আর্থিক সহ সকল সহায়তা করে ধর্মীয় প্রতিষ্ঠানকে উন্নয়ন করি পরকালে কল্যাণের জন্য। তিনি আরো বলেন, প্রবীণ আবাসন কেন্দ্রে বৃদ্ধ পিতা মাতা কে খাওয়ানো চিকিৎসা প্রদান করা মসজিদ মন্দিরের দান করার ন্যায় কোন অংশে কম গুরুত্ব নয়। সুতরাং অন্যান্য জায়গার মত এই পবিত্র স্থানে আমরা সাহায্য করার চেষ্টা করি। সন্তানদের বুঝাতে হবে পিতা-মাতা কোন বোঝা নয় তারা আমাদের সম্পদ। সরকারের পাশাপাশি এনজিওরা প্রবীণ আবাসন কেন্দ্রের মত মানবিক কাজ করে দেশের উন্নয়নে ভূমিকা রেখে যাচ্ছে। আমি আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করলে আবাসন কেন্দ্র বহুদূর এগিয়ে যাবে। আমরা যার যার অবস্থান থেকে সমর্থ্য অনুযায়ী প্রবীণ আবাসন কেন্দ্রের পাশে থেকে সহায়তা করি।স্বাগত বক্তব্য রাখেন বেসরকারি উন্নয়ন সংস্থা আরা ও প্রবীণ আবাসন কেন্দ্রের নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ,প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আরা সংস্থার উপদেষ্টা প্রাক্তন অধ্যক্ষ ড, দিলারা বেগম সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ, দৈনিক দৃষ্টিপাতের সম্পাদক জিএম নূর ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন,সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুল রহমান,জাতীয় পুরস্কারপ্রাপ্ত ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু,বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সুভাষ সরকার, বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান,নবজীবন ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান,ক্রিসেন্টের নির্বাহী পরিচালক আবু জাফর সিদ্দিকী, শিক্ষিকা নাদিরা বেগম,প্রবীন আবাসন কেন্দ্রের বাসিন্দা আব্দুস সবুর, মাসজিদে কুবা সাধাঃ সম্পাদক আব্দুর রশিদ, আব্দুল করিম সহ স্থানীয় নেতৃবৃন্দ ও প্রবীণ আবাসন কেন্দ্রের বাসিন্দারা উপস্থিত ছিলেন। এর পূর্বে প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আলীগের সাধাঃ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম অন্যান্য অতিথিদের সাথে নিয়ে ফলক উন্মোচন এবং ফিতা কেটে প্রবীণ আবাসন কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন করেন। সভা শেষে অতিথিদের সাথে নিয়ে প্রবীণ আবাসন কেন্দ্রে বৃদ্ধ পিতা মাতা জন্য নির্মিত ভবন পরিদর্শন করেন।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক ইদ্রিস আলীর।