সাতক্ষীরায় রোটারী ইন্টারন্যাশনাল’র আগামী ২৩ ফেব্র“য়ারি ১১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র পক্ষ থেকে বৃদ্ধাশ্রমে অবস্থানরত প্রবীণ নিবাসীদের জন্য ১ দিনের খাদ্য সহায়তা বাবদ নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল বিকালে শহরের বৃদ্ধাশ্রমে প্রবীণ নিবাসে প্রধান অতিথি হিসেবে খাদ্য বিতরণ করেন প্রেসিডেন্ট রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র ডিস্ট্রিক ৩২৮১ নাজনীন আরা নাজু। এসময় উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব সাতক্ষীরা’র রোটাঃ ও জেলা আওয়ামী লীগের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রত্মা, সেন্ট্রাল লায়ন্স ক্লাব অব সাতক্ষীরা’র সাধারণ সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন ও রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা আরটিএন ও ভোমরা মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং সিইও লিংটেক আইটি প্রকৌশলী শামস্ ইশতিয়াক শোভন প্রমুখ। এসময় বৃদ্ধাশ্রমে অবস্থানরত প্রবীণ নিবাসীদের পরিচালক ও প্রবীণরা উপস্থিত ছিলেন।