স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় প্রাচীর চাপা পড়ে ১ যুবকের করুন মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও ২ যুবক। নিহত শহরের পলাশপোল এলাকার মৃত ইমাম আলীর পুত্র ইয়াসিন (২২)। আহতরা হলেন একই এলাকার মতিয়ার রহমানের পুত্র শামীম হোসেন (২০) ও ফারুক হোসেনের পুত্র রাজা হোসেন (১৭)। জানাগেছে ঐ ৩ যুবক গতকাল দুপুরে নবজীবনের দক্ষিন পার্শ্বের পথ দিয়ে যাচ্ছিল এ সময় আচমকা পথের পাশে ভগ্না অবস্থায় হেলে থাকা প্রাচীর ভেঙ্গে পড়ে এসময় তারা তিনজনই চাপা পড়ে। এর মধ্যে রাজু কৌশলে বের হয়ে বাকীদের বের করার চেষ্টা করে এবং হাক চিৎকার দেই। এর মধ্যে ইয়াসিনের অবস্থা গুরুতর হলে তাকে দ্রুত সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়। সদর থানা পুলিশ লাশ উদ্ধার করে সুরাতহাল শেষে কোন অভিযোগ না থাকায় তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।