স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় মুজিববর্ষের উপহারের ঘরে পাশ্বে বৃক্ষ রোপন করা হয়েছে। সাতক্ষীরায় প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে গতকাল বিকালে শহরের অদূরে ঝুটিতলা শাল্যে রাস্তার মুজিব বর্ষে গৃহহীন ভূমিহীনদের উপহারের ঘরের বাসিন্দাদের মাঝে বৃক্ষ বিতরন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মনির হোসেন, সমাজসেবা কর্মকর্তা শেখ সহিদুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আবুল কালাম আজাদ, দৈনিক পত্রদূত ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভীন সেজুতি, শেখ সিদ্দিকুর রহমান সহ প্রকৃতি ও জীবন ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন। সার্বিক তত্ত¡াবধায়ন করেন সংগঠনের সাধারন সম্পাদক সাংবাদিক আব্দুস সামাদ।