স্টাফ রিপোর্টার ঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়েল অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম মনিটিরিং ও আইপিজি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা দিনব্যাপী বিনেরপোতা সহ ঋশিল্পী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিসার,সহকারী শিক্ষা অফিসার, এসএমসির সভাপতি প্রধান শিক্ষক সহ বিষয় সংশ্লিষ্টদের অংশ গ্রহনে উক্ত কর্মশালায় স্বাগত এবং সমাপনী বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী। বিদ্যালয় অবকাঠামো নির্মান সহ ওয়াশব্লক, অপরাপর মেরামত এবং সংস্কার বিষয়ে প্রশিক্ষন হিসেব আলোচনা করেনপ্রাথমিক ও গণ শিক্ষা অধিদপ্তরে মাহফুজা খাতুন, সেলিম উজ্জামান প্রমুখ। জেলার বিভিন্ন বিদ্যালয়ের নির্মান,অবাকাঠামোগত ক্ষেত্রে সমস্যা ও সম্ভাবনার বিষয়ে উত্তর দেন নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশলী শহিদুল ইসলাম প্রমুখ। কর্মশালা সঞ্চালনের দায়িত্ব পালন করেন সহকারী জেলা প্রাথমিসক শিক্ষা অফিসার মোজাফফার হোসেন, দিনব্যাপী কর্মশালায় সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার, এসএমসি সভাপতি, প্রধানশিক্ষকরা অবকাঠামোগত উন্নয়ন বিষয়ে নিজেদেরকে সম্পৃক্ত করনের বিষয়ে জ্ঞান লাভ করেছেন। কর্মশালায় আগত অতিথি সহ অংশগ্রহনকারী সংশ্লিষ্ট সকলের ধন্যবাদ জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিসারহোসেন ইয়াসমীন করিমী।