স্টাফ রিপোর্টার ঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২০ এর প্রথম ও দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে। সাতক্ষীরায় দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা আগামী ০৩ (তিন) জুন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে প্রথম ধাপে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এবং সারাদেশে দ্বিতীয় ধাপের পরীক্ষার ফলাফল শীঘ্রই প্রকাশ করা হবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে। সাতক্ষীরার বাস্তবতায় দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা হবে আশাশুনী, তালা ও শ্যামনগর উপজেলার পরীক্ষার্থীদের। ইতিমধ্যে সাতক্ষীরা সদর দেবহাটা, কালিগঞ্জ ও কলারোয়া উপজেলার পরীক্ষাগারে লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ধাপে সাতক্ষীরা শহরের ১৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার্থীর সংখ্যা ১২৬৪৩ জন, সকাল ১০.৩০ হতে ১২ ঘটিকা পর্যন্ত পরীক্ষার সময় নির্ধারন করা হয়েছে। সাতক্ষীরায় সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপে যে ১৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়, নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউট, সাতক্ষীরা পুলিশ লাইনস মাধ্যমিক বিদ্যালয়, রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়, সাতক্ষীরা সিটি কলেজ, সাতক্ষীরা টাউন গালর্স হাইস্কুল, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, সাতক্ষীরা কাকেক্টরেট স্কুল এন্ড কলেজ, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সাতক্ষীরা পিএন মাধ্যমিক বিদ্যালয়, নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ (বিজ্ঞান ভবন) সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ (কলাভবন), সাতক্ষীরা পলী মঙ্গল স্কুল এ্যান্ড কলেজ, সাতক্ষীরা সরকারি কলেজ (কলা ভবন), সাতক্ষীরা সরকারি কলেজ (বিজ্ঞান ভবন), সাতক্ষীরা সরকারি কলেজ (বানিজ্য ভবন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর হতে জানানো হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ কার্যক্রম নিয়োগ বিধি অনুসরন পুর্বক সম্পুর্ন ডিজিজটাল পদ্ধতিতে স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে সম্পন্ন করা হয়। এ ক্ষেত্রে কোন ধরনের অবৈধ হস্তক্ষেপের সুযোগ নেই। এমতাবস্থায়, দালাল বা প্রতারক চক্রের প্রলোভনে প্রলুব্ধ হয়ে কোন প্রকার অর্থ লেনদেন না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো, অর্থ লেনদেন বা অন্য কোন অনৈতিক উপায়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পাবার কোন সুযোগ নেই। মেধা ও যোগ্যতার ভিত্তিতেই চাকরি হবে। অধিদপ্তরের সতর্কীকরন বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে কেউ অর্থের বিনিময়ে চাকরি দেয়ার প্রলোভন দেখালে তাকে নিকটস্থ থানায় সোপর্দ করা অথবা থানা বা গোয়েন্দা সংস্থাকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। উলেখ্য মৌখিক পরীক্ষার জন্য মনোনীত সকল প্রার্থীর মোবাইল ফোন নম্বর সংরক্ষিত ও ট্রাক করা হচ্ছে। কেউ অবৈধ ভাবে নিয়োগ লাভের অপতৎপরতা চালালে তাকে নিকটস্থ থানায় সোপর্দ করা সহ তার প্রার্থীতা বাতিল করা হবে। পরীক্ষায় কক্ষ পরিদর্শক সহ অপরাপর দায়িত্বপালন কারীদের কে কোন অবস্থাতেই নিরপেক্ষতা ভঙ্গ করার সাথে সংশ্লিষ্টতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে ও কঠোর শাস্তিমুলক ব্যবস্থার বিষয়টি ইতিমধ্যে কার্যকর হয়েছে। সাতক্ষীরার প্রথম ধাপে লিখিত পরীক্ষার সময় কক্ষ পরিদর্শকের দায়িত্বে থাকা সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ রবিউল ইসলাম এক পরীক্ষার্থীর প্রশ্নের উত্তর প্রদানে সহায়তা করার কারনে উক্ত সহকারী শিক্ষা অফিসার কে সামরিক বরখাস্থ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন দৃষ্টিপাতকে জানান সাতক্ষীরায় দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।