স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় প্রীতি মহিলা ফুটবল ২০২৩ খেলা অনুষ্ঠিত হয়েছে। রসুলপুর যুব সমিতি ও টাউন স্পোটিং ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় গতকাল বিকালে শরের রসুলপুর ফুটবল মাঠে রসুলপুর যুব সমিতির সভাপতি মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির সভাপতি ও টাউন স্পোটিং ক্লাবের সভাপতি শেখ আজহার হোসেন। তিনি খেলা উদ্বোধন করেন, অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয় পুরুস্কার প্রাপ্ত ফিফা রেফারী তৈয়েব হাসান বাবু, টাউন স্পোটিং ক্লাবের সাধারন সম্পাদক আশরাফুজ্জামান আশু, মহিলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ফারহা দিবা খান সাথী, রসুলপুর যুব সমিতির সাধারন সম্পাদক হাফিজুর রহমান খান বিটু সহ ক্লাবের ও জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। খেলায় অংশ নেন রসুলপুর ক্রীড়া প্রতিষ্ঠান অপরদিকে পলীবন্ধু ফুটবল একাদশ। রসুলপুর ক্রীড়া প্রতিষ্ঠানকে ২-০ গোলে পলীবন্ধু ফুটবল একাদশ কে পরাজিত করে। খেলায় বিজয়ীদের মাঝে ট্রফি প্রদান করা হয়। ধারাভাষ্য ছিলেন ইকবাল হোসেন। এসময় বিপুল সংখ্যক দর্শকের উপস্থিত ছিলেন।