স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেডের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা শাখার আয়োজনে ব্যাংক ভবনে গতকাল সকাল ৯ টায় আলোচনা সভা শাখা ব্যবস্থাপক মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতী তিনি বলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে বর্তমানে ২০০ শাখা ১৫২ টি উপ শাখা সহ কয়েক শত এটিএম বুথ করেছে। এই সকল শাখা থেকে গ্রাহকরা অতি সহজেই সেবা গ্রহণ করছেন। ব্যাংকটি বিভিন্ন দুর্যোগ কালীন সময়ে ও শীতকালে দুঃস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা করছে। ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংকে ইসলামী শরীয়া মোতাবেক অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রাহকদের আমানত রক্ষা করা হয়। এমনকি নিয়ম নীতি মেনে সেই অর্থ বিনিয়োগ করা হয়। সরকারি নির্দেশনা মেনেই ব্যাংকটি মানুষের সেবা প্রদান করে যাচ্ছে। বক্তরা ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। সম্মানিত অতিথি উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আল ফেরদাউস আলফা, অধ্যাপক আনিসুর রহিম, আশরাফুল ইসলাম, উজ্জল হোসেন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ব্যাংকের সেকেন্ড অফিসার মোখলেসুর রহমান, অফিসার খোরশেদ আলম, হাসান মাহমুদ, আরিফুজ্জামান, রেদওয়ানুর রহমান, রেজাউল ইসলাম সহ ব্যাংকের সম্মানিত গ্রাহক শুভাকাঙ্ক্ষী এবং সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মুফতি মাওঃ আবুল খায়ের।