মীর আবু বকর ॥ সাতক্ষীরায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি ২৪ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। “সবার জন্য সব সময়” এই প্রতিপাদকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় সাতক্ষীরায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাতক্ষীরা শাখায় গতকাল সকাল ৯ টায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শাখা ব্যবস্থাপক মুহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিস এর সভাপতি মোঃ নাসিম ফারুক খান মিঠু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক আলহাজ্ব আব্দুর রহিম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব হাসানুজ্জামান, কাজী ইজহারুল হক, মামুন সিরাজ, আলহাজ্ব আজমির হোসেন, আলহাজ্ব ইব্রাহিম। বক্তারা বলেন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক দুই যুগ ধরে গ্রাহকের আস্থা অর্জন করে সেবা প্রদান করে যাচ্ছে। এখানে গ্রাহকের আমানত সহ অন্যান্য সেবার সুবিধা যথাযথ সময়ে প্রদান করা হয়। এছাড়া দৈনিক ৬ পারেসন্ট মুনাফায় স্মার্ট হিসাব খোলার সুবিধা রয়েছে। এছাড়া আকর্ষণীয় মুনাফায় বিভিন্ন ধরনের ডিপোজিট স্কীম বর্তমানে চালু আছে। প্রতিষ্ঠার পর থেকে ব্যাংকটি সুনামের সাথে কাজ করায় বহুদূর এগিয়ে গেছে। বর্তমানে সারাদেশে শাখা ২০৪ টি শাখা, ১৭০ টি উপশাখা, শতাধিক এজেন্ট ব্যাংকিং ও দুই শতাধিক এটিএম বুথ রয়েছে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার আল মাহমুদ, মোঃ খোরশেদুল আলম, মোঃ আরিফুজ্জামান, মোঃ হাসান। এসময় ব্যাংকের সম্মানিত গ্রাহক ও সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। দোয়া পরিচালনা করেন সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক মুফতি মাওলানা আবুল খায়ের। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ম্যানেজার অপারেশন মোঃ মোখলেসুর রহমান।