স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায়া দরিদ্র অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ সাতক্ষীরা শাখার আয়োজনে গতকাল বিকালে সদর উপজেলার শিমুল বাড়িয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানা কমপ্লেক্স ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ সাতক্ষীরা শাখা ব্যবস্থাপক ও সিনিয়র এ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: রেজা রশীদ, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের নেতা মো: মাসুম হোসেন, সাবেক চেয়ারম্যান মো: শামসুর রহমান, যুবলীগের নেতা সিদ্দিকুর রহমান, ব্যাংক কর্মকর্তা মো: রেজাউল ইসলাম, মাদ্রাসার শিক্ষার্থীরা শীতবস্ত্র কম্বল পেয়ে ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।