বাংলাদেশ কৃষি প্রধান দেশ। পাশাপাশি আমাদের দেশ নানান ধরনের ফলমুলের জন্য বিখ্যাত। ছয় ঋতুর বাংলাদেশ মৌসুমী ফলের ব্যাপক উপস্থিতি আমাদের জন্য বিশেষ সুখবর যেমন তেমনি নানান ধরনের ফল ফলাদী রসনা তৃপ্তের মাধ্যম হিসেবে বিবেচিত হচ্ছে বাস্তবতা হলো দেশে উৎপাদিত ফলের মধ্যে বিশেষ করে আলোচিত এবং আলোকিত আম। মৌসুমী ফলের মধ্যে অন্যান্য ফলগুলি কাঠাল, লিচু, তরমুছ, আনারস, ছবেদা, তাল বহুবিধ। আমাদের বাংলা মাস জ্যৈষ্ঠ মাসকে মধু মাস হিসেবে অবহিত করা হয় এই মাটিতে আমের পাশাপাশি নানান ধরনের ফলমুলের উপস্থিতি বিশেষ ভাবে লক্ষনীয়। বাংলাদেশের আর্থ সামাজিক বাস্তবতা ও বিভিন্নতার কারন হেতু আমই অন্যতম ফল যা বর্তমান সময়ে অর্থকরী ফসলের মর্যাদা লাভ করেছে। আম পূর্বে ভোগ্য পন্য বা স্থানীয় ভাবে পরিচিতি ছিল। কিন্তু বাস্তবতা হলো আমাদের দেশের সুস্বাদু আম বর্তমান বছর গুলোতে দেশের সীমানা পেরিয়ে বিশ্ব বাজার কে স্পর্শ করেছে। বিশ্বের দেশে দেশে আমাদের আমের বাজার সৃষ্টি হয়েছে এবং উক্ত আম বাজারে দেশের আমের ব্যাপক চাহিদার ক্ষেত্র নিশ্চিতও হয়েছে। সাতক্ষীরা হতে প্রকাশিত এবং বহুল প্রচারিত দৈনিক দৃষ্টিপাত গতকাল সাতক্ষীরায় আম কেন্দ্রীক অর্থনীতির সুবাতাস বইছে, ফল ক্রয় শিল্প হিসেবে পরিচিত ও বিশ্ব বাজার ছুয়েছে শিরোনামে একটি গুরুত্বপুর্ণ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে আমের বাজার এমন পর্যায়ে পৌছেছে এবং অর্থনীতিকে ছুয়েছে যা সাতক্ষীরার অর্থনীতিকে আমের প্রভাব বিদ্যমান বর্তমান সময়ে সাতক্ষীরায় বাণিজ্যিক ভাবে আম চাষ হচ্ছে আমে বিনিয়োগ হচ্ছে। বাংলাদেশ যেমন বিশ্ববাজারকে বিশ্ব ব্যবস্থায় পরিচিত পাচ্ছে অনুরুপ সাতক্ষীরারও পরিচিত বাড়ছে।