স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ২০২২ জেলা পর্যায়ের খেলা উদ্বোধন হয়েছে। জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সকাল ৯টায় সাতক্ষীরা স্টেডিয়ামে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি তিনি বেলুন ফেস্টুন উড়িয়ে খেলা উদ্বোধন করেন। এ সময় বলেন সাতক্ষীরার ছেলেমেয়ে বহু আগে থেকে ক্রীড়াঅঙ্গনে নিজেদের অবস্থান গড়ে তুলেছেন। তারা শুধু ক্রিকেটেই ভালো তা নয় ফুটবলেও তাক লাগিয়ে দিয়েছেন সারাদেশকে। সাতক্ষীরার মেয়ে সাবিনা বাংলাদেশ নারী ফুটবলের নেতৃত্ব দিয়ে নতুন সাফল্য বয়ে এনেছেন। বঙ্গমাতা গোল্ডকাপের মাধ্যমে এই সকল প্লেয়ার তৈরি হয়েছে। আগামীতে সাতক্ষীরা থেকে আরো অনেক ভালো প্লেয়ার তৈরি হবে। তিনি আরো বলেন বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। বঙ্গবন্ধুর সকল আন্দোলন সংগ্রামের পাশে থেকে সহায়তা করেছেন মহিয়ষী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা। সাতক্ষীরার মেয়ে সাবিনা বিশ্বের মাঝে নতুন করে সাতক্ষীরাকে তুলে ধরেছেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিঃ পুলিশ সুপার মোঃ সজিব খান, অতিঃ জেলা প্রশাসক সার্বিক কাজী আরিফুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমি, জেলা পিটিআই সুপার রাউফার রহিম, সহকারী জেলা শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবুল গনি। এ সময় প্রাথমিক শিক্ষা বিভাগের সকল কর্মকর্তা বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।