স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় আসছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো: নিজামুল হক নাসিম। গতকাল বিকাল ৫টায় সাতক্ষীরা সার্কিট হাউজে পৌছালে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো: নিজামুল হক নাসিমকে ফুলেল শুভেচ্ছা জানান অতি: জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন, জেলা তথ্য অফিসার মো: জাহারুল ইসলাম সহ অন্যান্য কর্মকর্তারা। আজ সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মাদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত সংবাদপত্র ও সাংবাদিকতার মান সংরক্ষনে সাংবাদিকতার নীতি ও নৈতিকতা এবং সাংবাদিকতার আচরনবিধি প্রতিপালন সম্পর্কিত সেমিনার ও মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো: নিজামুল হক নাসিম।