মীর আবু বকর ॥ সাতক্ষীরায় বাংলাদেশ মহিলা আলীগের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বিএনপি-জামায়াতের চলমান নৃশংস বর্বরতার বিরুদ্ধে রুখে দাঁড়াও নারী সমাজ এই স্লোগানকে সামনে নিয়ে জেলা মহিলা আলীগের আয়োজনে গতকাল বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে জেলা মহিলা আলীগের সভাপতি এড ফরিদা আক্তার বানুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। তিনি বলেন, দেশের জনগণ এখন সন্ত্রাস, জঙ্গিবাদ, আগুনে পুড়িয়ে মারা পছন্দ করেনা। বিএনপি-জামায়াত দেশের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করতে জ্বালাও পড়াও রাজনীতি করছে। কোন ষড়যন্ত্র করে লাভ হবেনা। এদেশের মানুষ নৌকা প্রতীকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ৫ম বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত করবে। জামায়াত-বিএনপির ষড়যন্ত্র সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আলীগের লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, সাতক্ষীরা প্রেসক্লাবের মমতাজ আহমেদ বাপী,জেলা শ্রমিক নেতা বিকাশ চন্দ্র দাস, জেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মহিলা আলীগের সহ-সভাপতি তহমিনা রহিম, ইসমত আরা, যুগ্ম সাধাঃ সম্পাদক সুলেখা রানী দাস, সাংগঠনিক সম্পাদক রওশনারা রুবি, সোনিয়া পারভীন শাপলা, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, পৌর সভাপতি রেবেকা পারভীন রিক্তা সহ মহিলা আলীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভাশেষে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার খুলনায় জনসভা সফল করার লক্ষ্যে শুভেচ্ছা র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মহিলা আলীগের সাধাঃ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জ্যোৎস্না আরা।