স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা শহরের সরকারি উচ্চ বালক বিদ্যালয় মাঠে বাণিজ্য মেলায় লোভনীয় পুরস্কারের আশায় দর্শকরা বানিজ্যমেলা মুখি হচ্ছে সেই সাথে পুরস্কার প্রাপ্তির আশায় গভীর রাত পর্যন্ত শহরের নিস্তব্ধতা ভেঙ্গে মাইকিং এর ঘটনা ঘটছে। সাতক্ষীরা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ আয়োজিত গত ৮ জুন বাণিজ্যমেলার উদ্বোধন হয় চলবে একমাস ৮ জুলাই পর্যন্ত। প্রবেশ মূল্যের আদলে পুরস্কার প্রাপ্তি এমন প্রচার প্রচারনায় শহর হতে শুরু করে প্রতিটি উপজেলায় চলছে মাইকিং। অনেকে রসিকতা বলে চলেছেন বাণিজ্য মেলায় প্রবেশ মূল্য ২০টাকা সেই সাথে জুয়া ফ্রি। আগতদের সাথে কথা বলে এবং সরেজমিন বাণিজ্যমেলার পরিদর্শন ও পুরস্কার পূর্ববর্তি টিকেট নির্ধারনের সময় শুরু হয় রাত দশটার প্রথম পুরস্কার মোটরসাইকেল এবং শেষ পুরস্কার ও মোটর সাইকেল, মাঝে মোটরসাইকেল মাঝের পুরস্কারের মধ্যে কানের দুল, ভ্যান, টিভি, মোবাইল, রাইচকুকার এমন ভাবে ৫১টি পুরস্কার। বাণিজ্য মেলায় দেশীয় পণ্যের উপস্থিতি ক্ষুদ্র কুটির শিল্প সহ আকর্ষনীয় পন্যের সমাহার উপস্থিতি স্বাভাবিক এবং সঙ্গত কিন্তু পুরস্কারের নামে ভাগ্য নির্ধারন যা এক ধরনের জুয়া বিষয়টি কতটুকু কাঙ্খিত তা আয়োজককারী কর্তৃপক্ষই জানবেন।