স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় বারি-১৪ সরিষা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রবি মৌসুমে রাজস্ব অর্থের আওতায় উপজেলা কৃষি দপ্তরের উদ্যোগে গতকাল বিকালে সদরের শিবপুর ইউনিয়নের জনগনাথপুর গ্রামে শিবপুর ইউপি চেয়ারম্যান এসএম আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা খামার বাড়ির অতিরিক্ত উপপরিচালক মোঃ ইকবাল আহমেদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলার অতিরিক্ত কৃষি কর্মকর্তা লাবনী সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি কর্মকর্তা মো: তাজুল ইসলাম, মরিয়ম খাতুন। বক্তারা বলেন, বাংলাদেশের বর্জ্যতেল মাত্র ২৮% উৎপন্ন হয় বাকি তেল বিদেশ থেকে আমদানি করা হয়। জেলায় উনিশ হাডজার আটশত হেক্টর জমিতে ও সদর উপজেলায় ছয় হাজার তিনশত হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। আগামীতে ৪০% সরকার ৪০% সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনের চেষ্টা করছে। এজন্য বারি-১৪ সরিষা টরি ৭ এর চেয়ে কম সময়ে বেশি উৎপন্নের কারনে কৃষকদের এটি রোপনের জন্য উদ্ভুদ্ধ করা হয়েছে।