স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় কোভিড-১৯ এর কারনে বাল্যবিবাহ প্রকোপ বেড়ে যাওয়ায় কাজী পুরোহিত, ইমাম এবং শিক্ষকদের সচেতনতা বৃদ্ধি ও বাল্য বিবাহ প্রতিরোধ আইন সম্পর্কে অবহিত করার কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলা ডিজিটাল সেন্টারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আছাদুজ্জামান বাবু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর বেগম, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: জাহিদুল ইসলাম। এসময় সদরের কাজী, পুরোহিত, ইমাম, শিক্ষক উপস্থিত ছিলেন।