স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষে বাল্য বিবাহকে লাল কার্ড শীর্ষক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বাল্য বিবাহ জীবন থেকে জীবন কেড়ে নেয় এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে গতকাল শহরের অদূরে বাঁকাল ইসলামপুর মাঝের পাড়া ফুটবল মাঠে বারসিকের উদ্যোগে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ জোহরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা। তিনি বলেন কমবয়সে ছেলে মেয়ে বিবাহ দেওয়া ক্ষতিকর। বিশেষ করে মেয়েদের সন্তান জন্ম দানের ক্ষেত্রে মৃত্যুর ঝুকি বেড়ে যায়। মেয়েদের বোঝা মনে করলে চলবে না। তাদের যোগ্য করে গড়ে তুলতে হবে। তবে অভিভাবক হিসাবে আপনি সম্মানিত হবেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার সাইদুর রহমান, প্রধান শিক্ষক আব্দুল গনি।