স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় বাসের ধাক্কায় ১ নারীর করুন মৃত্যু হয়েছে। মর্মান্তিক দূর্ঘটনাটি গতকাল সকাল সাড়ে ৯টায় সাতক্ষীরা শহরের চৌরঙ্গী মোড় এলাকায় ঘটে। নিহত সদরের লাবসা গোপীনাথপুর এলাকার মুজিবুর রহমানের স্ত্রী তাছলিমা খাতুন (৫২)। স্থানীয় সূত্রে জানাগেছে, গতকাল ঐ সময়ে তাছলিমা রাস্তা পার হচ্ছিল। হঠাৎ সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রী বাহী বাস তাকে ধাক্কা দেয় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করে। সদর থানার ওসি আবু জিহাদ ফখরুল আলম খান জানান, মৃত্যুর খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার পূর্বক সুরাত হাল শেষে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।