গণতন্ত্র পুনরুদ্ধার তত্ত্বাবধায়ক সরকার পুর্নবহালের ও এক দফা নির্বাচনের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে সাতক্ষীরায় কালপতাকা মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির আয়োজনে গতকাল বিকাল ৪টায় শহরের ইটাগাছা ভিসা অফিসের সামনে থেকে জেলা বিএনপির আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলীর নেতৃত্বে কালো পতাকা মিছিল বের হয়ে হাটের মোড়ে এসে শেষ হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ইউপি চেয়ারম্যান মো: আব্দুল আলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক চেয়ারম্যান আব্দুর রউফ, যুগ্ম আহবায়ক শেখ তরিকুল হাসান, মৃনাল কান্তি, পৌর বিএনপির সদস্য সচিব ও সাবেক মেয়র তাসকিন আহমেদ চিশতি সহ জেলা বিএনপির সকল অঙ্গ, সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি