বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বিএনপির বিএনপি আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিকালে সাতক্ষীরা তালতলা স্কুল মাঠে জেলা বিএনপির আহ্বায়ক এড সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ডাঃ শহিদুল আলম। বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান হবি, শেখ তরিকুল হাসান, মিনাল কান্তি, জেলা যুবদলের সমন্বয়ক কাউন্সিলর আইনুল হক নান্টা সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর পূর্বে জেলা বিএনপি’র বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন। এ সময় জেলা বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব চেয়ারম্যান আব্দুল আলীম। -প্রেস বিজ্ঞপ্তি