স্টাফ রিপোর্টার ॥ দেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্য অগ্নি সংযোগ ও অবরোধ বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা সদর উপজেলা আলীগের আয়োজনে গতকাল সকাল ১০ টায় শহরের খুলনা রোড মোড়ে উপজেলা আলীগের সভাপতি শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথির উপস্থিতি ছিলেন জেলা আলীগের সাধাঃ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। তিনি বলেন,জঙ্গি গোষ্ঠী অবরোধের নামে পুলিশ হত্যা ও অগ্নি সংযোগ করে। শুধু তাই নয় তারা সাধারণ মানুষ পুড়িয়ে মারা সহ দেশের সম্পদ নষ্ট করছে। বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের মাঝে উন্নয়নের রোল মডেল। দেশের জনগণ তাদের অবৈধ অবরোধ প্রত্যাখান করেছে। বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা দেশে-বিদেশে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে।নির্বাচন না হওয়া পর্যন্ত রাজপথে আলীগের অবস্থান কর্মসূচি অব্যহত থাকবে। বক্তব্য রাখেন জেলা আলীগের সাবেক সভাপতি সাবেক সংসদ বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, জেলা সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, যুগ্ম সাধাঃ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, আলীগের নেতা ডাঃ মুনছুর আহমেদ,শামিমা পারভিন রত্না,ফিরোজ আহমেদ স্বপন,সাতক্ষীরা প্রেসক্লাবের সাধাঃ সম্পাদক মোহাম্মদ আলী সুজন,মোঃ শাহাজান আলী,সায়েম ফেরদৌস পলাশ,শেখ মনিরুল হোসেন মাসুম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, কামরুল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক মিজানুর রহমান এসময় জেলা, পৌর, সদর উপজেলা আলীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমগ্র পরিচালনা করেন পৌর আলীগের যুগ্ম সাধাঃ সম্পাদক রাশেদুজ্জামান রাশি।