মীর আবুবকর \ সাতক্ষীরায় বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের ঈদপূনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা বিএমএ উদ্যোগে গতকাল বিকালে সামেকের হল রুমে জেলা বিএমএ সভাপতি বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডাঃ আজিজুর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানের উদ্বোধন করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা ৩ আসনের সাংসদ সদস্য অধ্যাপক ডাঃ আফম রুহুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমএ’র কেন্দ্রীয় সভাপতি ডাঃ মোস্তফা জালাল মহিউদ্দিন। এ সময় তিনি বলেন, খুব ছোট থেকে জনগণের সেবা করার ইচ্ছা ছিল তাই মেডিকেলে ভর্তি হয়েছিলাম। মেডিকেলে ভর্তির পর মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করি সেটিও দেশ ও জনগণের মুক্তির জন্য। কিছুদিন পর ভাবলাম চিকিৎসকদের সেবা করতে হবে। পরবর্তী পর্যায়ে বিএমএ’র সাথে যুক্ত হয়ে চিকিৎসকদের দাবি-দাওয়া নিয়ে কথা বলতে শুরু করলাম। তিনি আরো বলেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা মহামারি করোনা কালে চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে জনগণের সেবা প্রদান করেছেন। সরকার স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় চিকিৎসকদের মাধ্যমে পৌঁছে দিয়েছে। দেশের প্রতি মমতা বোধ রেখে মানুষকে সেবা প্রদান করতে হবে।সমস্যা থাকবে তবে সেটি আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। বিশেষ অতিথি মহাসচিব ডাঃ মোঃ ইহতেশামুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক বিএমএ ও স্বাচিপ ও খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক ডাঃ মেহেদী নেওয়াজ, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সামেকের তত্ত¡াবধায়ক ডাঃ শেখ কুদরত-ই-খুদা, জেলা (স্বাচিপ) সভাপতি প্রাক্তন সংসদ সদস্য ডাঃ মোখলেছুর রহমান, বিএমএ ও স্বাচিপ সাঃ সম্পাদক ক্যানসার সার্জন সহযোগী অধ্যাপক ডাঃ মনোয়ার হোসেন, এসময় সাতক্ষীরা জেলার সকল চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।