শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন

সাতক্ষীরায় বিগত নির্বাচনের ন্যায় ২ টি উপজেলায় অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২৯ মে, ২০২৪

মীর আবু বকর ॥ নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী আমাদের কাছে সমান, কোনো প্রার্থীকে বাড়তি সুযোগ নিতে দেওয়া হবে না। বিগত নির্বাচনের ন্যায় ২ টি উপজেলায় একটি অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে চাই।চোখ-কান খোলা রেখে নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে। কোনো ভোট কেন্দ্রে বিষয়ে অভিযোগ পেলে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হবে। কেউ আইনের উর্ধ্বে নয় সকলকে আইন মেনে চলতে হবে। সাতক্ষীরা পুলিশ সুপার মুহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী জেলা পুলিশের আয়োজনে গতকাল সকাল ১০ টায় পুলিশ লাইন্স ডিলসেটে সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ উপলক্ষে ব্রিফিং এসব কথা বলেন। পুলিশ সুপার আরো বলেন,ভোটাররা নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিবে। কোন ভোটারকে জোর করে ভোট প্রদানের চেষ্টা করালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। শুধু তাই নয় ভোটকেন্দ্রের আশপাশ এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা করলে ছাড় পাবে না। সকল কেন্দ্র বিশেষ নজর দারিতে থাকবে। সকলের উপরে অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজিব খান, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত),অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিঃ পুলিশ সুপার ডি এস বি মোঃ আতিকুল ইসলাম, অতিঃ পুলিশ সুপার সদর সার্কেল মীর আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার তালা সার্কেল মোঃ সাজ্জাদ হোসেন, ডিআইওঅন শেখ ইয়াসিন আলম চৌধুরী সহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান ও সকল থানার ওসি উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com