স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় বিজিবির অভিযানে ১টি পিস্তল, ৩ রাউন্ড গোলাবারুদ এবং ১টি মোটর সাইকেল সহ ১ জনকে আটক করা হয়েছে। আটককৃত হল দেবহাটা থানার বহেরা গ্রামের শওকত আলীর পুত্র মোঃ কামাল হোসেন (৩০)। বিজিবি সূত্রে জানাগেছে, গত ২রা অক্টোবর রাতে সাড়ে ৯টায় আলিপুর ঢালিপাড়া নামক স্থানে চোরাচালান অবস্থান করছে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বিজিবির একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত আসামীকে সাতক্ষীরা সদর থানায় মামলা পূর্বক হস্তান্তর করা হয়েছে। সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আল মাহমুদ স্বাক্ষরিত এক পত্রে এই তথ্য নিশ্চিত করেছেন।