স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অভিযানে ৩১ পিচ স্বর্ণের বার সহ ২ পাচারকারীকে আটক করা হয়েছে। আটকককৃতরা হলেন, বৈকারী গ্রামের বাবর আলীর পুত্র মোঃ তুহিন (২০) একই গ্রামের জাহাঙ্গীরের পুত্র মো: সজিব হোসেন (২২) বিজিবি সূত্রে জানাগেছে, গতকাল ৭টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বৈকারী বিওপির নায়েক মো: শহিদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল বৈকারী সরদার পাড়া এলাকায় অবস্থান করছিল। এসময় আসামীদের ২টি মটর সাইকেল দাড় করায়। পরে তলাশী করে কৌশলে রাখা ৩১টি স্বর্ণের বার উদ্ধার করে। যাহার ওজন ৭ কেজি ৩৫৮ গ্রাম ৭০০ মিলি গ্রাম। আনুমানিক মূল্য ৬,৩০,৮৬.৪৭৮ টাকা আসামীদের বিরুদ্ধে মামলা পূর্বক সদর থানায় হস্তান্তর করা হয়েছে। এবং স্বর্ণের বারগুলি সাতক্ষীলা ট্রেজারী অফিসে জমা করার প্রস্তুতি চলছে। সাতক্ষীরা ৩৩ বিজিবি সিও লে. কর্ণেল মো: আশরাফুল হক স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।