স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা ৩৩ বিজিবির অভিযানে ১৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টায় বৈকারী বিওপির টহল দল সদরের ছয়ঘরিয়া মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিক বিহীন ১৯ টি স্বর্নের বার উদ্ধার করে। যাহার ওজন ১ কেজি ৬৭৯ গ্রাম মূল্য আনুমানিক ১ কোটি ৪৪ লক্ষ ৩৯ হাজার ৪ শত টাকা। উক্ত স্বর্ণের বার সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সাতক্ষীরা ৩৩ বিজিবির বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আল মাহমুদ এক পত্রে এ তথ্য নিশ্চিত করছেন।