স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় ব্যাটালিয়ন (৩৩) বিজিবির উদ্যোগে দুঃস্থ্য ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিজিবি সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) ব্যাটালিয়ন সদরের পার্শ্ববর্তী তালতলা এবং সীমান্তবর্তী পদ্মশাখারা, ঘোনা, কালিয়ানী, তলুইগাছা ও হিজলদী বিওপি এলাকার গরীব, দুঃস্থ ও অসহায় ২০০ পরিবারের মাঝে ইফতার ও নৈশভোজের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র রমজানের শুরু থেকে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকার সাতক্ষীরা সদরসহ সীমান্তবর্র্তী ভোমরা, গাজিপুর, বৈকারী, কাকডাঙ্গা, মাদরা এবং চান্দুরিয়া এলাকার গরীব, দুঃস্থ ও অসহায় ৪২০ টি পরিবারের মাঝে ইফতার ও নৈশভোজের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আশরাফুল হক, গরীব, দুঃস্থ ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন। এ সময়ে তিনি বলেন, প্রধানমন্ত্রীর জনগনকে সহায়তা করার নীতির সংঙ্গে একাত্মতা ঘোষনা করেন। মহাপরিচালক মহোদয়ের নির্দেশনার আলোকে গরিব, দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ সময়ে অত্র ব্যাটালিয়নের উপ-অধিনায়ক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টারসহ সকল পদবীর বিজিবি সদস্যগণ উপস্থিত ছিলেন।