স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি, স্মৃতিচারণ বক্তব্য ও সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জেলার ঐতিহ্যবাহী পিএন হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের মিলন মেলা-২০২৩ উদযাপিত হয়েছে। সাতক্ষীরা শহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানের মিলন মেলা কে কেন্দ্র করে ভোর থেকে শিক্ষার্থীরা প্রাণের প্রতিষ্ঠানে আসতে শুরু করে। বেলা বাড়ার সাথে সাথে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয় ঐহিত্যবাহী পিএন হাইস্কুল চত্বর। দীর্ঘদিন পর একসাথে দেখা পেয়ে প্রিয় বন্ধুরা কুশল বিনিময় করেন। একে অপরের শারীরিক ও পারিবারিক খোঁজখবর সহ বিভিন্ন আড্ডায় ও খুনসুটিতে জড়িয়ে পড়েন। এদের মধ্যে রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, প্রকৌশলী, চিকিৎসক, আইনজীবী, ব্যাংকার, সাংবাদিক, রোটারীয়ান, শিক্ষক কিংবা ব্যবসায়ী। সবার পরিচয় একটা এই স্কুলের বন্ধু। একে অপরের সাথে আলাপ চারিতায় আবেগাপ্লুত হয়ে পড়েন। গল্পে আড্ডায় অনেকে হারিয়ে যান শৈশবের সেই দিনের। এই স্কুলকে জড়িয়ে বহু স্মৃতির পাতায় রক্ষিত গল্পে দিন টি চলে যায়। বিপুল সংখ্যক শিক্ষার্থীদের উপস্থিতিতে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের মিলন মেলায় পরিণত হয়। সকাল সাড়ে ৯ টায় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের আয়োজনে উদযাপন কমিটির আহবায়ক আলহাজ্জ শেখ আজহার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় উপস্থিত ছিলেন ঐহিত্যবাহী পিএন হাইস্কুলের প্রাক্তন ছাত্র জেলা আলীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জ মোঃ নজরুল ইসলাম, নর্দান ইউনিভার্সিটির চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ, সাবেক মন্ত্রী ডাঃ আফতাবুজ্জামান, পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি, প্রফেসর লিয়াকাত পারভেজ, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্জ ডাঃ আবুল কালাম বাবলা, এ্যাডঃ সৈয়দ ইখতেখার আলী, কামরুল ইসলাম ফারুক, শেখ নিজাম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোঃ শহীদুল ইসলাম, শেখ সাহিদ উদ্দিন, আশরাফুজ্জামান আশু, সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্জ মোঃ আসাদুজ্জামান বাবু, এ্যাডঃ সোমনাথ ব্যানার্জী, এ্যাডঃ শেখ আজাদ হোসেন বেলাল, প্রকৌশলী আব্দুর রশিদ, আশরাফুল করিম ধনি। এর পূর্বে সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ঐহিত্যবাহী পিএন হাইস্কুলের মিলন মেলা-২০২৩ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি অত্র বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি সহ অন্যান্য শিক্ষার্থী। ঐহিত্যবাহী পিএন হাইস্কুলের মিলন মেলায় প্রাক্তন ছাত্র ও বর্তমান বিপুল সংখ্যক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মিলন মেলা উদযাপন কমিটির সদস্য সচিব কাজী আকতার হোসেন ও প্রাক্তন ছাত্র মোঃ রাশেদুজ্জামান রাশি।