স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা র্যালী, আলোচনা সভা, কেক কাটা, গাছের চারা বিতরন সহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে চ্যানেল আই জন্মদিন পালিত হয়েছে। রবিবার সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে চ্যানেল আই দর্শক ফোরামের সভাপতি প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ড. দিলারা বেগমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন প্রকৃতি ও জীবন ক্লাবের সাধারন সম্পাদক আব্দুস সামাদ, বক্তব্য রাখেন প্রাক্তন অধ্যক্ষ বীর মক্তিযোদ্ধা আব্দুল ওযাদে, প্রাক্তন অধ্যক্ষ আব্দুল হামিদ, অধ্যক্ষ পবিত্র মোহন দাশ, জেলা তথ্য অফিসার মো: জহুরুল ইসলাম, সাপ্তাহিক সূযের আলো সম্পাদক ওয়ারেশ খান চৌধুরী মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমান, দৈনিক পত্রদূত ভারপ্রাপ্ত সম্পাদক লায়লা পারভিন সেজুতি, জেলা আ’লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সাংবাদিক শরিফুল্লাহ কায়সার সুমন, শামীম পারভেজ, আব্দুল জলিল, আহসানুর রহমান রাজিব, সভা শেষে শিক্ষার্থীদের মাঝে আমের চারা বিতরন করা হয়। এ সময় সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনি পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমাপনী বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের সাতক্ষীরা প্রতিনিধি এড. আবুল কালাম আজাদ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন চ্যানেল আইয়ের দর্শক ফোরামের সাধারন সম্পাদক শেখ হারুন-অর-রশিদ।