মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ০৬:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শান্তি আলোচনার পর ইউক্রেনে বৃহত্তম ড্রোন হামলা চালালো রাশিয়া সিরিয়ায় পুনরায় কার্যক্রম শুরুর পরিকল্পনা ঘোষণা করেছে বিশ্বব্যাংক অপারেশন সিঁদুর নিয়ে মন্তব্য, ভারতে বিশ্ববিদ্যালয় শিক্ষক গ্রেফতার সৌদি আরবে অবৈধদের ধরতে অভিযান, গ্রেফতার ১৫ হাজার হায়দরাবাদের চারমিনারের কাছে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৭ যে কারণে ব্যর্থ হলো ভারতের স্যাটেলাইট উৎক্ষেপণ ভারতের জন্য আকাশসীমা আরও এক মাস বন্ধ রাখবে পাকিস্তান: রিপোর্ট ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড যুক্তরাষ্ট্রের দক্ষিণ—মধ্যাঞ্চলে ভয়াবহ টর্নেডোয় ২৭ জনের প্রাণহানি যে কারণে পেনাল্টি নেননি হালান্ড

সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ৯ মার্চ, ২০২৪

মীর আবু বকর ॥ সাতক্ষীরায় র‌্যালি,আলোচনা সভা ও ক্রেস্ট প্রদান সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস ২০২৪ পালিত হয়েছে। “শেখ হাসিনার বারতা নারী-পুরুষ সমতা, নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় জেলা প্রশাসন ও জেলা মহিলা অধিদপ্তরের যৌথ উদ্যোগে গতকাল সকাল ১০টায় জেলা শিল্পকলা অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সরোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী সংসদ সদস্য ও জেলা আলীগের নেত্রী লাইলা পারভিন স্জুুঁতি। তিনি বলেন, আন্তর্জাতিক নারী দিবস বাংলাদেশের একটি ঐতিহাসিক দিন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন নারী হয়েও বলিষ্ঠ নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বেগম রোকেয়া শওকত হোসেনের নারী জাগরণের পর থেকে আজ নারীরা অনেকদূর পৌঁছে গেছে। পুরুষের পাশাপাশি নারীরা রাষ্ট্রের বিভিন্ন অঙ্গনে সফলতার সাথে দায়িত্ব পালন করছে। সকল প্রতিবন্ধকতাকে পিছে ফেলে সামনে এগিয়ে যেতে হবে। সামাজিক গণ্ডির বাইরে গিয়ে নারীদের শিক্ষার মাধ্যমে গড়ে তুলতে হবে। স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা অধিদপ্তরের ডিডি একেএম শফিউল আজম।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিঃ পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত), প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আব্দুল হাবিব, জেলা মহিলা আলীগের সহ-সভাপতি শাহানা মোহিত। বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সাধাঃ সম্পাদক জোসনা দত্ত, নারী নেত্রী ফরিদা আখতার বিউটি, বেসরকারি উন্নয়ন সংস্থা আরা সংস্থার নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ, সিডো প্রধান নির্বাহী পরিচালক শ্যামল কুমার বিশ্বাস। এসময় মহিলা অধিদপ্তরে কর্মকর্তা ও বিভিন্ন এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।সভা শেষে সফল ২ জন নারী কে ক্রেস্ট ও ১ নারী কে সেলাই মেশিন প্রদান করা হয়। এর পূর্বে সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমিতে মিলিত হন।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মহিলাদের অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা তুজ জোহরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com