মীর আবুবকর \ সাতক্ষীরায় র্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উদ্বোধন হয়েছে। নিরাপদ মাছে ভরবো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদকে সামনে নিয়ে সারা দেশে ন্যায় সাতক্ষীরায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন কমিটি আয়োজনে গতকাল সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনিছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজহার আলী, শ্রীম্প হ্যাচারী এসোসিয়েশন অব বাংলাদেশ খুলনা বিভাগীয় সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক হাদিউজ্জামান, এলারচর চিংড়ী প্রদর্শনী খামারের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ইছাক আলী, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শফিকুল ইসলাম, সহকারি মৎস্য অফিসার মোঃ লুৎফর রহমান, মৎস্য ব্যাবসায়ী সমিতির সভাপতি আ.স.ম আবদুর রব, খুদ্র-নৃ-গোষ্ঠীর সভাপতি মোঃ মোখলেছুর রহমান। সভায় মৎস্য চাষে বিশেষ অবদানের জেলার ৬ জন মৎস্য চাষীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। এর পূর্বে সদর উপজেলা চত্বর থেকে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে বর্ণঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সভা শেষে সাতক্ষীরা পৌর দীঘিতে মাছের পোনা অবমুক্ত করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম।