শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন

সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৩ মে, ২০২৪

স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় চিকিৎসা সেবা প্রদানের অনন্য প্রতিষ্ঠান ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার। প্রতিষ্ঠানটি ২০১৩ সালে শহরের প্রাণ কেন্দ্র সদর হাসপাতালের সামনে প্রতিষ্ঠার পর থেকে স্বাস্থ্য সেবা প্রদান করে যাচ্ছে। ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার তাদের সুনাম ধরে রেখে জেলা বাসীর কাছে আস্থার জায়গা করে নিয়েছে। ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। “স্মৃতির পাতায় এগারটি বছর”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে পহেলা মে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও এসডি হাসপাতালের ৬ষ্ঠ তলার হল রুমে আলোচনা সভায় ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও এসডি হাসপাতালের এমডি কেএম মোজাহেদুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডাঃ কল্যাণ আশীষ সরদার, ডাঃ দেব প্রসাদ অধিকারী, ডাঃ প্রবীর মুখার্জী ডাঃ সুতপা চ্যাটার্জী,অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও এসডি হাসপাতালের ম্যানেজার আব্দুস মালেক,প্রশাসনিক কর্মকর্তা আশিক বিল্লাহ,সাইন্টিফিক অফিসার মোঃ শামীম ইকবাল প্রমুখ।এসময় উপস্থিত ছিলেন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও এসডি হাসপাতালের চিকিৎসক,কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সভা শেষে অতিথিদের সাথে নিয়ে কেক কেটে ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে। এর পূর্বে সকালে সাতক্ষীরা সদর হাসপাতাল সংলগ্ন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এসডি হাসপাতালের আলোচনা সভায় মিলিত হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন মার্কেটিং অফিসার গাজী রেজাউল করিম।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com