শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন

সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক নার্স দিবস পালিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৩ মে, ২০২৪

স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় র‌্যালি আলোচনা সভা ও কেক কাটা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক নার্স দিবস ২০২৪ পালিত হয়েছে। “আমাদের নার্স আমাদের ভবিষ্যৎ অর্থনৈতিক শক্তি, নার্সিং সেবার ভিত্তি”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় সাতক্ষীরা নার্সিং ও মিডওয়াইফারী কলেজের উদ্যোগে গতকাল দুপুরে নার্সিং কলেজের সম্মেলন কক্ষে সাতক্ষীরা নার্সিং ও মিডওয়াইফারী কলেজের অধ্যক্ষ মঞ্জু রানী দেবনাথের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন নার্সিং কলেজের শিক্ষক তাপতী রানী কুন্ডু, সুরাইয়া ইয়াসমিন, নাহিদা আফরোজ, দিপালী সরকার, চঞ্চলা রানী, অর্চনা প্রভা মিস্ত্রি বক্তারা বলেন, নার্সিং একটি মহৎ পেশা, এই পেশায় জড়িতরা সরাসরি মানুষের সেবা করে থাকেন। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নার্সদের সম্মানিত করেছেন। বর্তমানে নার্সিং সদস্যরা বাংলাদেশসহ বিশ্বের উন্নয়নশীল দেশের সফলতার সাথে কাজ করছে। নার্সিং শিক্ষার্থীদের সঠিকভাবে পড়াশোনা করতে হবে। সভা শেষে কেক কেটে আন্তর্জাতিক নার্স দিবস পালন করেন। এর পূর্বে বেলা বারোটায় নার্সিং কলেজ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সাতক্ষীরা নার্সিং ও মিডওয়াইফারী কলেজের সকল শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com