স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ আয়োজনে গতকাল সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিঃ জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সরোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাশরুবা ফেরদৌস, অতিঃ পুলিশ সুপার প্রশাসন ও অর্থ মোঃ সজিব খান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ মশিউর রহমান (বাবু), সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শোয়াইব আহমাদ। স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, সামাজিক বনায়ন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ,নাগরিক কমিটির সহ-সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, জেলা আলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ, স্বদেশ নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, বেলার পরিচালক মাহাফিজুর রহমান। সভা শেষে বিশ্ব পরিবেশ দিবসে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর পূর্বে সকাল ৯ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমির সাধাঃ সম্পাদক শেখ মোসফিকুর রহমান মিল্টন।