স্টাফ রিপোর্টার ঃ বিশিষ্ট ক্রীড়া সংগঠক অসীম প্রতিভার অধিকারী বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের উজ্জ্বল নক্ষত্র, স্বাধীনতার মহান স্থপতি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মদিন নানা আয়োজনে পালিত হয়েছে। সারা দেশের ন্যায় গতকাল সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপি এম (বার), অতি: পুলিশ সুপার সজীব খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, এসময় জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। বীর মুক্তিযোদ্ধারা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য বৃন্দ ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর পূর্বে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সাতক্ষীরা স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক শেখ মুশফিকুর রহমান মিল্টন।