মীর আবু বকর \ সাতক্ষীরায় বিভিন্ন কর্মসূচিদের মাধ্যমে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২২ উদযাপিত হয়েছে। “বর্জ্যের পরিশোধন নিশ্চিত হবে টেকসই স্যানিটেশন ও হাতের পরিচ্ছতায় এসো সবে এক হই” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরে যৌথ আয়োজনে বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার সহযোগিতায় গতকাল সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন প্রধান অতিথি অতিঃ জেলা প্রশাসক সার্বিক মোঃ রেজা রশিদ, পরে জেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনারায় জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার মোঃ শাহনেওয়াজ তানভীর, সহকারী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, উপসহকারী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, জুয়েল হোসেন, মফিজুর রহমান, মিজানুর রহমান, স্টিমিটার আলী হোসেন, প্রধান সরকারি ইব্রাহিম হোসেন, ক্যাশিয়ার শওকত হোসেন সহ জনস্বাস্থ্য অধিদপ্তরের সকল পর্যায়ে কর্মকর্তা কর্মচারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।