স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় কেক কাটা, প্রীতিভোজ দোয়া অনুষ্ঠান, সংবর্ধনা প্রদান, প্রীতি ভলিবল ম্যাচ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বিজিবি দিবস পালিত হয়েছে। গতকাল দুপুরে ৩৩ বিজিবির আয়োজনে বিজিবির দপ্তরে প্রতিষ্ঠা বার্ষিকীতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো: হুমায়ুন কবির, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, অতি: পুলিশ সুপার সজিব খান, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তারা জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বরিশাল ও পীরোজপুর জেলার খেতাবপ্রাপ্ত ৭ বীর মুক্তিযোদ্ধার উত্তরাধীকারিদের সংবর্ধনা প্রদান করা হয়। এরপূর্বে অতিথিদের নিয়ে কেক কেটে বিজিবি দিবস পালিত হয়। সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিজিবি দিবসের সমাপ্ত হয়েছে। সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আল মাহমুদ এই তথ্য নিশ্চিত করেছেন।