স্টাফ রিপোর্টার ॥ আসন্ন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাচন উপলক্ষে গণসংযোগ করছেন জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধাঃ সম্পাদক মোঃ মশিউর রহমান বাবু। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ব্যবসায়ী,পথ চারীদের সহ বিভিন্ন শ্রেনী পেশার গণসংযোগ কালে ভোট ও দোয়া চান বাবু। গণসংযোগ কালে চেয়ারম্যান প্রার্থী মোঃ মশিউর রহমান বাবু বলেন, সাতক্ষীরায় এই জনপদে নাম মাত্র উন্নতি হয়েছে। এখানে কর্মসংস্থানের কোনো সুযোগ সৃষ্টি করা হয়নি। এলাকার হাজার হাজার শিক্ষিত যুবক বেকারত্বের অভিশাপে ধুঁকে ধুঁকে মরছে। এজন্য বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাবো। একটি পরিকল্পিতভাবে আধুনিক ও উন্নয়নমুখী উপজেলা গড়তে সকলের সহযোগিতায় কামনা করছি। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর জাতীয় পার্টির সাধাঃ সম্পাদক শেখ আব্দুস সাদেক, জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক কাজী আমিনুল হক ফিরোজ, প্রচার সম্পাদক কমল বিশ্বাস, জেলা জাতীয় তরুণ পার্টির সদস্য সচিব আব্দুল কাদের, জাতীয় পার্টি নেতা শেখ শরিফুল ইসলাম প্রমুখ।