স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা জেলা জন সমিতি ঢাকার সভাপতি এম খলিলুল্লাহ ঝড়ুর দাফন সম্পন্ন হয়েছে। গতকাল বাদ জোহর শহরের পিটিআই মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযায় উপস্থিত ছিলেন, পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব কাজী ফিরোজ হাসান। সাতক্ষীরা চেম্বার অব কমার্স ইন্ডাষ্ট্রিজ সভাপতি নাছিম ফারুক খান মিঠু, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ আলী সুজন সহ ব্যবসায়ী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। এরপূর্বে গতকাল সকাল সাড়ে ৯টায় মরহুমের খুলনা ট্যাংরোডের বাসার সামনে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। বিকাল ৪টায় মরহুমের গ্রামের বাড়ি সদরের মাহমুদপুর তৃতীয় জানাযা শেষে মরহুমের লাশ পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়। জানাগেছে, সাতক্ষীরা শহরের অতি পরিচিত মুখ শহরের সুলতানপুর এলাকার বাসিন্দা এম খলিলউল্লাহ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সুনাম রয়েছে। তিনি গতকাল রাতে গোপালগঞ্জ ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ৩ কন্যা, ভাই আত্মীয় স্বজন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।