স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরার সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গতকাল সকাল ১০ টায় সাতক্ষীরা সরকারী কলেজ মাঠে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিঃ জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা: আবুল কালাম বাবলা, জেলা ক্রীড়া অফিসার খালিদ জাহাঙ্গীর,শহর সমাজসেবা অফিসার মিজানুর রহমান, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজমা আক্তার, সহকারী শিক্ষক রুমারানী বরকন্দাজ, অফিস সহকারী মফিজুল ইসলাম, হাসিনা পারভীন, আব্দুল মাজেদ, এছারুলাহ, রবিউল ইসলাম, নুরুজ্জামান। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগীতায় ১৬ টি ইভেন্টে বিদ্যালয়ের ৮৬ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে।