স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে সভা ও সংস্কৃতিক সন্ধা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের ও জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা শিল্পকলা একাডেমীতে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাসরুবা ফেরদাউস,আলোচক হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, সহকারী অধ্যাপক মোশতাক আহমেদ কুন্ড, সহকারী কমিশনার এসএম আকাশ, উপস্থিত ছিলেন মো: শহিদুর রহমান, হেনরি সরদার, মনিরুজ্জামান, পল্টু বাসার,স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার ফাইজা হোসেন অন্বেষা।এসময় জেলার সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।