শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৪:২৩ পূর্বাহ্ন

সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার \ সাতক্ষীরায় বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা ২০২২ অনুষ্ঠিত হয়েছে। “আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন” এই স্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় স্বাস্থ্য বিভাগের আয়োজনে গতকাল সকাল ১০ টায় সাতক্ষীরা সদর হাসপাতালে সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডাঃ সবিজুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র মেডিসিন কনসালটেন্ট ডাঃ আসাদুজ্জামান, ডাঃ সাইফুল আলম, ডাঃ আহাম্মদ আলী, ডাঃ আশরাফুজ্জামান, ডাঃ পার্থ কুমার, নার্সিং সুপারভাইজার শেফালী সরকার, সভায় সমাপনী বক্তব্যে সিভিল সার্জন ডাঃ সবিজুর রহমান বলেন, সঠিক সময়ে প্রতিদিন খাবার খেতে হবে। কয়েক মাস পরপর বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নিজেকে ডায়াবেটিস থেকে সুরক্ষা রাখতে নিয়মিত খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। ডায়াবেটিক আক্রান্ত ব্যক্তিকে যথাযথা বিধি নিষেধ মেনে চলতে হবে। ডায়াবেটিস লক্ষন কি ধারণা রাখতে হবে। নিজেকে সুস্থ সবল রাখতে হলে ডায়াবেটিস থেকে মুক্ত থাকতে হবে। ডায়াবেটিক সম্পর্কে জনসচেতনতার কোন বিকল্প নেই। এর পূর্বে বিশ্ব ডায়াবেটিস দিবসের বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রতিক্ষণ করে। এ সময় হাসপাতালে সকল চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্স স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com