স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় বিশ্ব বসতি দিবস-২০২২ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে বৈষম্য হ্রাসের অঙ্গীকার করি, সবার জন্য টেকসই নগর গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগের যৌথ আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগ সাতক্ষীরার নির্বাহী প্রকৌশলী শাকিউল আযম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, এনডিসি মো: মহিউদ্দীন, গণপূর্ত বিভাগ সাতক্ষীরার উপসহকারী প্রকৌশলী মোঃ ফিরোজ আলী, মোঃ জিলুর রহমান, মোঃ মোকলেছুর রহমান, সুখেন্দু সরদার প্রমুখ। এর পূর্বে বিশ্ব বসতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী জেলা প্রশাসকের কার্যালয় হতে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যেয়ে শেষ হয়। এছাড়া ফেস্টুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করেন।