স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় বিশ্ব যক্ষা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।”হ্যাঁ আমরা যক্ষা নির্মূল করতে পারি”এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিস ও জাতীয় যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচি স্বাস্থ্য অধিদপ্তরের যৌথ আয়োজনে গতকাল সকাল সাড়ে ১০ টায় সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকারের সভাপতিত্বে ডিএসএমও ডাঃ এস এম মুক্তাদির তামিম, মেডিকেল অফিসার ডাঃ ত্রিতীর্থ ঘোষ, ব্রাকের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ সোহেল রানা, সম্প্রতি এইড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রঞ্জন শিকদার।বক্তারা বলেন, যে কোন বয়সীর মানুষের যক্ষা হতে পারে। একাধারে দুই সপ্তাহ কাশি হলে নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্রে যক্ষা পরীক্ষা করাতে হবে। সরকার যক্ষা রোগীদের জন্য বিনামূল্যে ঔষধ প্রদান করছে। সঠিকভাবে ঔষধ সেবন করলে যক্ষা থেকে দ্রুত মুক্তি মিলবে।এসময় উপস্থিত ছিলেন, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার শাহিনুর খাতুন, স্বাস্থ্য তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) মোঃ আবুল কাশেম, ডিপিও উজ্জ্বল কুমার পাল,সহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা বিভিন্ন এনজিও প্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী। এর পূর্বে সিভিল সার্জন অফিস থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক কুমার চক্রবর্তী।